বৃহৎ করদাতা ইউনিট, মূল্য সংযোজন কর দপ্তরের ওয়েবসাইটে স্বাগতম।

বৃহৎ করদাতা ইউনিট, মূল্য সংযোজন কর দেশের বিভিন্ন জেলার ১১০টি বৃহৎ করদাতা প্রতিষ্ঠান এর রাজস্ব (মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক ও আবগারী শুল্ক) সংক্রান্ত সকল কার্যাদি এ দপ্তর কর্তৃক পরিচালিত। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আধুনিক মূসক ব্যবস্থা প্রতিষ্ঠা করে অভ্যন্তরীণ উৎস থেকে জাতীয় বাজেটে সম্পদের সরবরাহের লক্ষ্যে ১৩৫ জন কর্মকর্তা/কর্মচারীর মাধ্যমে দাপ্তরিক কার্যাদি সম্পাদন করছে। ২০২২-২৩ অর্থ বছরের জাতীয় বাজেটের পরোক্ষ কর খাত থেকে ৬৬,০৬৬.০৬ কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রার বিপরীতে ৫৮,৫৬৬.০৬ কোটি টাকা  আদায় করা হয়েছে, যা বিগত বছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১১.৭০%। জাতীয় রাজস্ব বোর্ড প্রণীত বার্ষিক কর্মপরিকল্পনা এবং বাজেট বাস্তবায়ন পরিকল্পনা অনুসরণপূর্বক নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে সচেষ্ট এ দপ্তর।